Login Register
ডাউনলোড সিস্টেম চালু হয়েছে

প্রায় চার-পাঁচ মাস পর, নতুন আপগ্রেডের সঙ্গে আজ থেকে চালু হল ডাউনলোড সিস্টেম। আপনারা হয়ত অবগত আছেন, মুগ্ধবাংলায় প্রকাশিত অনুদিত বাংলা কমিকসগুলি ইতিপূর্বে যারা ডাউনলোড করেছেন, তাদের মধ্যে অনেকেই মুগ্ধবাংলার অজ্ঞাতে ওই ইবইগুলি নিজেদের ক্রেডিট ফলাতে যথেচ্ছভাবে ফেসবুক, ব্লগ, ডার্কনেট প্রভৃতি মাধ্যমে শেয়ার করেছেন। বহু চেষ্টা করেও মুগ্ধবাংলা থেকে এই মহাশয়দের তাড়াতে পারিনি। বাধ্য হয়ে বিগত কয়েকমাস ধরে মুগ্ধবাংলায় ইবুক ডাউনলোড বন্ধ করে দিয়েছিলাম। নতুন কোনো কমিকসও আসেনি এর মধ্যে। বস্তুত, সাইটটিকে চালানোরও ইচ্ছে হারিয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে এক দুই পাতা কমিকস অনুবাদ দিয়েছি বটে, কিন্তু তাও...
মুগ্ধবাংলা একটা স্বপ্ন... এই স্বপ্নটাকে জিইয়ে রাখার শেষ দুটো অপশনের প্রথমটি বেছে নিলাম-- প্রতিটি বইয়ের প্রত্যেক পাতায় ইউজার নামের ওয়াটারমার্ক বসানো। আর শেষ অপশন? মুগ্ধবাংলাকে আন্ডারগ্রাউন্ড করা- যেটা আগামীতে যদি মুগ্ধবাংলার বই অন্যান্য মাধ্যমে যথেচ্ছভাবে শেয়ার বন্ধ না করতে পারি, তাহলে বেছে নিতে হবে।
প্রথম কথা হচ্ছে, বইয়ের প্রতিটি পাতায় ইউজারনেম ওয়াটারমার্ক করাতে কী লাভ হবে? এক্ষেত্রে যিনি ওই বই শেয়ার করবেন, তাকে হয় বই থেকে ওয়াটারমার্ক মুছে শেয়ার করতে হবে যা কিছুটা হলেও শ্রমসাধ্য কাজ, নইলে তাকে এমনভাবে শেয়ার করতে হবে, যাতে, যাকে দিচ্ছেন, তিনি যেন আর কাউকে বইটি না দেন। কারণ, যিনি পাচ্ছেন, তিনি যদি ওনার ইউজারনামসহ বইটি অনলাইনে শেয়ার করে আর মুগ্ধবাংলার কোনো সম্মানীয় সদস্য সেটি এখানে রিপোর্ট করে, তবে তাকে এখানকার সদস্যপদ খোয়াতে হবে। ওয়াটারমার্ক পাঠকদের পক্ষে বিরক্তিকর, কিন্তু আপাতত এ ছাড়া আর কোনো উপায় দেখছি না বই শেয়ার বন্ধ করার।
দ্বিতীয় কথা হচ্ছে, ইউজারনেম সম্বলিত ইবুক শেয়ার ও তার নমুনা আমাকে রিপোর্ট করলে, সেই শেয়ারকারীকে এই সাইট থেকে নির্দ্বিধায় ব্যান করা হবে এবং রিপোর্টকারী ইউজার সেইকারণে পেয়ে যাবেন পুরো ৫০০ পয়েন্ট যা তিনি ইবুক ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সুতরাং এখনও যে বা যাঁরা ভাবছেন, ইবুক শেয়ার করব, তারা শেয়ারের আগে দুবার ভেবে দেখুন।
মুগ্ধবাংলায় এখন থেকে প্রতিটি ইউজার ইবই ডাউনলোড করতে পারবেন, তবে--

সাধারণ ইউজার বই ডাউনলোড করতে চাইলে, তাকে আগে অনলাইনে পুরো কমিকস পড়তে হবে। শেষ পাতা পড়া হয়ে গেলে, তাকে মার্ক করা হবে এবং তিনি কিছুটা সময় অপেক্ষা করার পর (নির্ভর করছে তার সদস্য পদের সময়ের উপর) বইটির রিকোয়েস্ট করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে বইটি ডাউনলোড করতে পারবেন। অপেক্ষা করার সময় বিবেচিত হবে, তিনি কতদিনের পুরানো সদস্য তার উপর, একবছর বা তার কম সময়ের পুরানো সদস্য হলে ৯০ দিন, দুই বছর হলে ৬০ দিন এবং তিন বছরের বেশী হলে ৩০ দিন অপেক্ষা করার পর ইবই পাবে একদম ফ্রি! উনি যে লিঙ্ক পাবেন, তা ২৪ঘন্টা পরে আর ভ্যালিড থাকবে না। তাই বই তৈরী হবার ২৪ ঘন্টার মধ্যে তাকে সেটি ডাউনলোড করতে হবে। ওই সময়ের মধ্যে যদি তিনি ডাউনলোড করতে না পারেন বা পরবর্তীতে যদি আবারও ওই বইটি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে তাকে পেমেন্ট করেই ডাউনলোড করতে হবে। আর উনি ফ্রিতে ওই বইটি ডাউনলোডের সুযোগ পাবেন না।

যেসব সদস্য পেইড, তারা অনলাইনে পুরোটা বই না পড়েও সরাসরি পয়েন্ট ব্যবহার করে ইবুক পেতে পারেন। সেক্ষেত্রে উনার বইয়ের লিঙ্ক এক সপ্তাহ পর্যন্ত অ্যাকটিভ থাকবে। এর মধ্যে যদি উনি ডাউনলোড করতে বিফল হন, তাহলে তাকে আবারও পয়েন্ট খরচ করতে হবে ইবুক পেতে হলে।

যদি কোনো ইউজার মুগ্ধবাংলায় তার নিজের অনুদিত কমিকস শেয়ার করেন, সেক্ষেত্রে প্রতিটি পেইড ডাউনলোডে তিনি ধার্য পয়েন্টের ২০% রেভেনিউ হিসাবে তার অ্যাকাউন্টে জমা পাবেন। ওই পয়েন্ট তিনি ডাউনলোডের জন্য ব্যবহার করতে পারবেন।

19th April, 2023 11:51 AM
Comments
#1

বাহ দারুন সুসংবাদ। ধন্যবাদ নতুন সিস্টেম চালু করার জন্য। কষ্ট করে কোন বই অনুবাদ করার পর সেটা যথেচ্ছ ভাবে শেয়ার হতে দেখা সত্যিই খুব বেদনা দায়ক। এবার মনে হয় সেটা বন্ধ হবে। খুব ভাল ব্যাবস্থা হয়েছে কিন্তু বইটি পয়েন্ট খরচ করার পর যখন ডাউনলোড করতে যাচ্ছি অনেকক্ষণ সময় লাগছে। ক্লাউড স্টোরেজটি যদি ফাস্ট হত খুব ভাল হত। অন্যান্য ইউজাররা যদি এক্সপেরিয়েন্স শেয়ার করেন তো নিশ্চিত হওয়া যায়। ধন্যবাদ।


30th April, 2023 7:49 PM
#2

Ei je nirmoho theke eto din dhore amader onubad comic upohar diye jachchen tar jonno moner ontosthol theke valobasa roilo.


1st May, 2023 3:01 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)